চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯

|

ফাইল ছবি

চীনের সিচুয়ান প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে ‘ইবিন হেংদা টেকনোলজি’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো ১২ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণের পর কারখানার চারপাশে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এসময় সেখানে কাজ করছিলেন অন্তত দেড়শো শ্রমিক। দুর্ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি শ্রমিকদের উদ্ধারে কাজ করে ফায়ার ব্রিগেড।

এদিকে দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক পদার্থের সংস্পর্শে আগুন আসায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ২০১৫ সালেও বন্দর নগরী তিয়ানজিনের রাসায়নিক কারখানার দুর্ঘটনায় প্রাণ হারান ১৬৫ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply