অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষ

|

ভারতের অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়েছেন। গত শুক্রবার দু’দেশের মধ্যে সীমান্ত বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর বিবিসির।

খবরে বলা হয়, পরবর্তী করণীয় নির্ধারণে আজ তিন বাহিনীর প্রধানের সাথে জরুরি আলোচনায় বসবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উচ্চ পর্যায়ের বৈঠকে আরও উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ এবং পররাষ্ট্র সচিবরা। এরপরই প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সামনে উপস্থাপন করবেন পূর্ণাঙ্গ প্রতিবেদন। এরপরেই ঠিক করা হবে রাজনৈতিক পদক্ষেপ।

গেল শুক্রবার তাওয়াং সেক্টরে হওয়া সংঘাতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। জানা গেছে, সংঘর্ষের পর দু’দেশের সেনারাই নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। ভারতের দাবি, চীনের সেনারা সীমান্তে ঢুকে পড়লে বাধা দেয়া হয়। এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

উল্লেখ্য, ২০২০ সালের জুনে লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান ২০ ভারতীয় সেনা। তাছাড়া চীনের ৪০ সৈন্য হতাহতের দাবি করেছিল ভারত। কয়েকদফা সামরিক-কূটনৈতিক বৈঠকের পর সীমান্ত থেকে সেনা অবস্থান সরিয়ে নেয় দেশ দুটি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply