Site icon Jamuna Television

বিমানবন্দর থেকেই কারাগারে নেয়া হবে নওয়াজকে

ফাইল ছবি

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম আজ দেশে ফিরছেন। স্থানীয় সময় সন্ধ্যায় তাদের বহনকারী বিমানটি লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশে আসার পর বিমানবন্দর থেকেই নওয়াজ ও মরিয়মকে হেলিকপ্টারে করে কারাগারে নেয়া হবে। দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে বিধিমালা লঙ্ঘনের দায়ে নওয়াজ সমর্থক শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার লন্ডনে ৪টি ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত অ্যাভেনফিল্ড মামলার জন্য নওয়াজ শরিফকে ১০, তার মেয়ে মরিয়মকে ৭ এবং জামাতা সফদার আওয়ানকে একবছরের কারাদণ্ড দেন দুর্নীতি বিরোধী আদালত।

Exit mobile version