সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন শেষে বড় সংগ্রহের পথে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাথওয়েটের সেঞ্চুরিতে দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৯৫ রান।
এর আগে জ্যামাইকায় টস জিতে স্বাগতিকদের ব্যাটিং এ আমন্ত্রণ জানান সাকিব আল হাসান। একাদশে পেসার রুবেলকে বাদ দিয়ে যোগ করা হয় অতিরিক্ত আরো একজন স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ওভারের পরই দুই দিক দিয়ে আক্রমণে স্পিনার আনে বাংলাদেশ। ফলও আসে নবম ওভারে। ২২ বলে ২ রান করা ডেভন স্মিথকে ফেরান মেহিদি হাসান মিরাজ। ক্যারিবীয়ান ইনিংসের ৫৯ রানে আবারও মিরাজের আঘাতে ২য় উইকেট হারায় স্বাগতিকরা। এরপর সাই হোপকে সাথে নিয়ে ৭৯ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ক্রেইগ ব্রাথওয়েট। আর ৪র্থ উইকেট জুটিতে হেটমায়ারকে সাথে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন তিনি। ১১০ রান করে মেহেদি মিরাজের বলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্রাথওয়েট।
এরপর রোস্টন চেসকে সাথে নিয়ে দিনের বাকী সময় পার করে দেন সেঞ্চুরির পথে থাকা হেটমায়ার। ৮৪ রান নিয়ে ২য় দিনের খেলা শুরু করবেন হেটমায়ার, চেসের রান ১৬। টাইগারদের হয়ে ৩ উইকেট নেন মেহেদি মিরাজ আর অন্য উইকেটটি পান তাইজুল ইসলাম।
Leave a reply