মেসি জিতবেন বিশ্বকাপ, এটা লেখা হয়ে গেছে: ইব্রাহিমোভিচ

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে মেসির একক নৈপুণ্যে সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। পুরো আসরেই মেসির জাদুতে বোকা বনে যাচ্ছে প্রতিপক্ষের রক্ষণভাগ। প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে আর মাত্র দুই ম্যাচ দূরে রয়েছেন ফুটবলের এই মহাতারকা। তবে, সুইডিশ মহাতারকা খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচ জানান, মেসি জিতবেন বিশ্বকাপ, এরইমধ্যে ট্রফিতে তার নাম লেখা হয়ে গেছে।

বর্তমান সময়ের সেরা তো বটেই কারও কারও কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের একজন আর্জেন্টিনা দলের ফুটবল জাদুকর লিওনেল মেসি। ১৮ বছর বর্ণালী ফুটবল ক্যারিয়ারে শত শত রেকর্ডের ফুলঝুরি নিয়ে নিজেকে সবার উর্ধে নিয়ে এসেছেন এই জাদুকর। চলতি বিশ্বকাপেও একের পর এক রেকর্ডের নজির গড়ছেন লিওনেল মেসি। তবে, এতো কিছুর মধ্যে ফুটবলের এই নক্ষত্রের ঝুলিতে নেই বিশ্বকাপের শিরোপা। এবারই এসেছে সেই অধরা সোনালী ট্রফি ছোঁয়ার সুবর্ণ সুযোগ।

এসি মিলানের ফরোয়ার্ড ইব্রার মতে, মেসি সব বাধা পেরিয়ে একমাত্র আক্ষেপ ঘুচিয়ে ফেলবেন। এরই মধ্যে ফেভারিট ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও স্পেন বিদায় নিয়েছে। মেসিও আছেন সেরা ফর্মে, দলের ৯ গোলে ছয়টিতে অবদান রেখেছেন তিনি। করেছেন চার গোল, অ্যাসিস্ট দুটি।

বিশ্বকাপের বর্তমান পরিস্থিতি ও মেসির ফর্ম দেখে ইব্রা তার হাতে ট্রফি দেখতে পাচ্ছেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়া সেমিফাইনালের শক্তিশালী দল হলেও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে বলতে কুণ্ঠাবোধ করেননি ২০০২ ও ২০০৬ সালে বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকার।

ইব্রাহিমোভিচ আরও বলেন, আমি মনে করি কে জিতবে আগেই লেখা হয়ে গেছে এবং আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। আমি বিশ্বাস করি মেসি ট্রফি তুলে ধরবে, এটা আগেই লেখা হয়ে গেছে।

এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠেছে মরক্কো। তাদের নিয়েও কথা বললেন ইব্রা। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকান দলটি। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে তারা।

মরক্কোকে নিয়ে ইব্রা বললেন, আমি মনে করি না এটা চমক কারণ আমি বিশ্বকাপের আগেই জানতাম তারা ভালো দল। বিশ্বকাপে তারা যে কোনও কিছু ঘটাতে পারে। তারা সেমিফাইনালে পৌঁছেছে, এটা হয়তো কিছুটা বিস্ময়কর। কিন্তু মনে রাখবেন এটা ভালো দল, ভালো একটি জাতি। এসব চমক আমি মনে করি লোকেরা পছন্দ করে, তারা উপভোগ করে কারণ এমন কিছু ঘটা দেখতে চায় তারা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply