Site icon Jamuna Television

সারাদেশে চলছে বিএফইউজের নির্বাচন

সারাদেশে চলছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নির্বাচন। আজ শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরে অন্য কেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম, খুলনা, যশোর, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, কক্সবাজার, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে ওমর ফারুক, মহাসচিব পদে শাবান মাহমুদ ও কোষাধ্যক্ষ পদে দীপ আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, মহাসচিব জাকারিয়া কাজল ও কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল। এ ছাড়া সভাপতি পদে স্বতন্ত্র লড়ছেন মোল্লা জালাল।

Exit mobile version