সাকিবদের রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখাটা স্টুপিডিটি: ডমিঙ্গো

|

ছবি: সংগৃহীত

আজ রাতে কি মেসির খেলা দেখবেন সাকিব-মুশফিক-সোহানরা? না, দেখবেন না। নির্দেশনা অনুযায়ী, কেউই এত রাত জেড়ে খেলা দেখতে পারবেন না। এমনটা সাফ জানিয়েছে দিয়েছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। নিজের ম্যাচকে প্রাধান্য না দিয়ে রাতে অন্যের খেলা দেখলে, তা স্টুপিডের মতো কাজ হবে বলেও মনে করেন তিনি।

বর্তমানে বিশ্বজুড়ে চলছে ফুটবল উন্মাদনা। সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে ক্রিকেটারদের মনেও। অনেকেই কাতারে স্টেডিয়ামে হাজির হয়ে উপভোগ করেছেন পছন্দের দলের ম্যাচ।

বাংলাদেশ দলের সাকিব থেকে শুরু করে মুশফিকুর রহিম বা নুরুল হাসান সোহানের মতো অনেকেই মেসিভক্ত। তাইতো সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তারা টিভিতে দেখতেই চাইবেন। রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি চলবে মধ্যরাত পর্যন্ত আর যদি খেলা টাইব্রেকারে গড়ায়, তাহলে তা শেষ হতে হতে ভোর।

চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তাই উঠে এলো বিষয়টি। ক্রিকেটাররা যদি মেসির খেলা দেখতে চান, তাহলে তা কতটা যুক্তিযুক্ত হবে? এমন প্রশ্নে কোচের সাফ উত্তর, কোনোভাবেই ম্যাচের আগের দিন এত রাত জেগে খেলা দেখা সমর্থন করবেন না।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, লক্ষ্যে করে দেখেন ম্যাচ রাত একটায়। আপনি ৩টা পর্যন্ত খেলা দেখবেন। আবার পরদিন সকাল সাড়ে নয়টায় মাঠে নামবেন খেলতে। তা হতে পারে না। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটা করলে ‘স্টুপিড’র মত কাজ হবে।

কোচের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, টিম ম্যানেজমেন্টও হয়তো খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন রাত না জাগতে। কিন্তু সুবোধ বালকের মতো সবাই কোচের কথা মানবেন তো?

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply