মঙ্গলবার থেকে ফখরুল ও আব্বাস ডিভিশনে আছেন: হাইকোর্টকে কারা কর্তৃপক্ষ

|

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাবিধি অনুযায়ী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) থেকেই প্রথম শ্রেণির বন্দির সব সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। 

মঙ্গলবার হাইকোর্টকে এই তথ্য জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এর আগে, মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তাদের জন্য ডিভিশন চেয়ে রিট করেন। পরে তা শুনানির জন্য বিকেল সাড়ে ৩টায় দিন ধার্য করেন হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে গুলিতে প্রাণ হারান একজন। সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দলটির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

পরে সমাবেশের স্থান নিয়ে জটিলতা অবসানের আগে ৯ ডিসেম্বর ভোররাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে আদালতে তোলা হলে ৯ ডিসেম্বর বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply