বৈষম্য হবে না বলে মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু এখন সেটি তীব্রভাবে বাড়ছে: চুন্নু

|

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি।

মানুষের সম্পদের বৈষম্য হবে না, এ উদ্দেশ্যে জাতির জন্য মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু এখন সে বৈষম্য তীব্রভাবে বাড়ছে, সুশাসশন কায়েম হয়নি, দুনীতি দূর হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতীয় মহিলা পার্টির র‍্যালিতে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। বলেন, এখনও দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। আজকের দিনে শপথ হওয়া উচিত, যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করেছিলাম সে আদর্শ যাতে বাস্তাবায়ন করা।

এ সময় তিনি সব রাজনৈতিকদলসহ দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। পরে র‍্যালিটি মিরপুর মাজার রোড থেকে শুরু করে বুদ্ধিজীবী কবরস্থানে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply