আফ্রিকার দেশ চাদে মিললো ২৭ অভিবাসীর দেহাবশেষ

|

প্রচণ্ড পানির তৃষ্ণা নিয়ে মৃত্যুবরণ করেছেন ২৭ অভিবাসনপ্রার্থী। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আফ্রিকার দেশ চাদের মরুভূমি থেকে উদ্ধার হওয়া দেহাবশেষ বিশ্লেষন করে এমনটাই জানায় আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংগঠন আইওএম। খবর আফ্রিকা নিউজের।

একটি ভাঙাচোরা পিক-আপ ট্রাকের কাছেই মিলেছে দেহাবশেষ। ধারণা করা হয়, দেড় বছর আগে হয়েছে হতভাগ্যদের মৃত্যু। সেই তালিকায় রয়েছে ৪ শিশু। প্রাথমিকভাবে ধারণা করা হয়, দেশটির মৌসোরো শহর থেকে লিবিয়ার উদ্দেশে রওনা হয়েছিল দলটি। পথে নষ্ট হয় তাদের যানটি। এক সময় দিকভ্রষ্ট হন তারা, হারিয়ে যান মরুভূমিতে। স্থলবেষ্টিত দেশটির উত্তরাঞ্চলে রয়েছে লিবিয়া। ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছাতে অভিবাসনপ্রার্থীদের অন্যতম রূট হিসেবে ব্যবহৃত হয় চাদ।

আইওএম এর তথ্য অনুসারে, গেলো আট বছরে সাহারা মরুভূমি পেরুনোর সময় প্রাণ হারিয়েছেন পাঁচ হাজার ৬০০ মানুষ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply