ইউক্রেনের প্রস্তাবে রাশিয়ার ‘না’

|

ইউক্রেনের শান্তি আলোচনার প্রস্তাব খারিজ করেছে রাশিয়া। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর এপির।

ফ্রন্টলাইন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল জেলেনস্কি প্রশাসন। পাল্টা জবাবে ক্রেমলিন জানায়, ফ্রন্টলাইন নয় বরং যে ৪টি অঞ্চলে সেনা মোতায়েন রয়েছে, সেগুলো রাশিয়ারই অংশ। শিগগিরই এই বাস্তবতা মেনে নেয়ার পরামর্শ দেয়া হয় কিয়েভকে।

অন্যথায়, শান্তি আলোচনা এগিয়ে নেয়া অসম্ভব, এমনটাও আভাস দেন দিমিত্রি পেসকভ। আরও বলেন, জি সেভেনভুক্ত দেশগুলোর কাছে সামরিক সরঞ্জাম এবং আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একইসাথে তিনি রুশ সেনাদের প্রত্যাহার চান। তিনটি ইস্যুই ইঙ্গিত করে যুদ্ধ দীর্ঘায়িত হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply