দ্বিতীয় সেশনে প্রথম আঘাত হানলেন মিরাজ

|

প্রথম সেশনে তাইজুলের ব্রেক থ্রুসহ জোড়া আঘাত আর পেসার খালেদের এক উইকেটের পর চাপে পড়েছিল ভারত। পরে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দ্বিতীয় সেশনে ফিরেই ভারত শিবিরে আঘাত হেনেছেন মিরাজ। আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা রিশভ পান্তকে বোল্ড করেন এই স্পিনার।

এর আগে ইনিংসের ১৪তম ওভারে দলীয় ৪১ রানের মাথায় ওপেনার শুভমন গিলকে ফেরান তাইজুল। পরে ৪৫ রানের মাথায় খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক কেএল রাহুল। তিনি ৫৪ বল মোকাবেলা করে যোগ করেন ২২ রান। পরে বিরাট কোহলি ফেরেন ৫ বলে ১ রান করে। তাইজুলের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। দ্বিতীয় সেশনের শুরুতেই ৪৫ বলে ৪৬ রান করা রিশভ পান্তকে ফেরান মেহেদী মিরাজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান। শ্রেয়াস লেয়ার ৮ এবং চেতনেশ্বর পূজারা ২৬ রানে ক্রিজে আছেন।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত মুখোমুখি পরিসংখ্যানে টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয় টাইগারদের। ১১ টেস্টে টাইগাররা হেরেছে ৯টিতে, ২টি আছে ড্র।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply