বিদায় নিয়েও আম্রাবাতের রেকর্ড

|

ছবি: সংগৃহীত

সেমিফাইনালে এসেই ইতি ঘটলো বিশ্বকাপে মরক্কোর স্বপ্নযাত্রার। ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্ন ইতি ঘটে ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যদের। ম্যাচ হারলেও আফ্রিকান খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন মরক্কোর মিডফিল্ডার আম্রাবাত। ৫১ বারের মতো প্রতিপক্ষের থেকে বল কেড়ে নেন তিনি।

প্রথম কোনো আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে মরক্কো। এরই মধ্যে ইতিহাস সৃষ্টি করা এক দলের তকমা পেয়ে গেছে রেগ্রাগুইয়ের শিষ্যরা। সেমিতে ফ্রান্সের কাছে হারলেও পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে লড়াই চালিয়ে যায় আটালাস লায়ন্সরা।

চলতি বিশ্বকাপে সোফিয়ান আমরাবাত ৫১ বার বলের দখল পুনরুদ্ধার করেছেন, ১৯৬৬ সালের পর থেকে আফ্রিকা মহাদেশের হয়ে এক বিশ্বকাপে যেটা সবচেয়ে বেশি। পুরো ম্যাচেই কিলিয়ান এমবাপ্পেকে আক্রমণে যাওয়ার সুযোগই দেননি আম্রাবাত।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এসে প্রথমবারের মতো পিছিয়ে পড়েছিল মরক্কো। প্রথমবারের মতো এক ম্যাচে দুই গোল হজমও করতে হয়েছে রেগ্রাগুই শিষ্যদের। আর, অপরাজিত এই স্বপ্নযাত্রার শেষটাও হলো ফ্রান্সের সাথে। তবে, আফ্রিকার এই দেশটি যায়গা করে নিয়েছে কোটি ফুটবল প্রেমীদের মনে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply