মেসির শেষ ঠিকানা ওল্ড বয়েজ!

|

পিএসজির জার্সি গায়ে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

নিজের প্রথম ক্লাব ওল্ড বয়েজেই কি ক্যারিয়ার শেষ করবেন মেসি? জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কার তথ্যমতে, পিএসজির পর মেসিকে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন ক্লাবে। যেখানে শুরু, সেখানেই শেষ। ঘরের ছেলেকে নিয়ে রোজারিওবাসীও সেই আশাতেই আছেন।

স্প্যানিশ ওই সংবাদমাধ্যমের তথ্য অনু্যায়ী, আগামী মৌসুমেই মেসিকে দেখা যেতো পারে ওল্ড বয়েজে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে ৩০০ কিলোমিটার দূরের শহর রোজারিওর এক ক্লাব নিউয়েল ওল্ড বয়েজ। পারানা নদীর তীরে অবস্থিত ১৫ লাখ জনসংখ্যার এই শহরেই বেড়ে উঠেছেন ফুটবলের এই জাদুকর।

৬ বছর বয়সে ১৯৯৪ সালে মেসি যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন ক্লাবে। আজকের মেসি হয়ে ওঠার পেছনে এই ক্লাবের অবদান অপূরণীয়। রোজারিওর প্রধান স্থানীয় ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ যুবদলের হয়ে ছয় বছর খেলেছেন মেসি। এর মাঝে ১৭৬ ম্যাচে ২৩৪ গোল করেছেন তিনি।

১৯৯৪ সালে ঘটনাক্রমে ডিয়েগো ম্যারাডোনাও সেই ক্লাবের সিনিয়র দলের সদস্য ছিলেন। আর তার মৃত্যু পর ওসাসুনার বিরুদ্ধে গোল করে নিউওয়েলসের জার্সি গায়েই তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এলএমটেন।
ফুটবল পায়ে যিনি গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। প্রশ্ন এখন, সেই মেসি কি ক্যারিয়ারে ফুলস্টপ দিবেন বাল্যকালের ক্লাবে ফিরে?

মানুষ আশাতেই বাঁচে, রোজারিওবাসীও আশা রেখেছে। ঘরের ছেলে ঘরে ফিরবে। বিদায়বেলা গোধূলি লগ্নে হয়তো মেসির তরিটা আবারও ভীড়বে সেই পারানা নদীর তীরেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply