হতাশ মরক্কোর সমর্থকরা, ফ্রান্স ও বেলজিয়ামের শহরগুলোয় সহিংসতা

|

ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায়ের পর মরক্কোর ভক্ত-সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। ফ্রান্স ও বেলজিয়ামের বেশকিছু শহরে হয় সহিংসতা। খবর এপির।

ফ্রান্সজুড়ে আগেই ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছিল সরকার। যার অর্ধেকই রাজধানী প্যারিসে করা হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমিন জানিয়েছেন, মরক্কোর অভিবাসীরা উল্লাস-উদযাপন করতেই পারেন। তবে, সেটি রাষ্ট্রীয় নীতিমালা মেনে করতে হবে। একইসাথে প্রশাসনের মাথায় ছিল, ফ্রান্সের কাছে পরাজিত হলে ক্ষোভের বিষয়টিও। সে কারণেই ছিল কড়াকড়ি। সেটি উপেক্ষা করেই নিঁস শহরে ছড়ায় সহিংসতা।

পুলিশের দিকে আতশবাজি ছোড়ে মরক্কোর ফুটবল ভক্তরা। গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধের পাশাপাশি যানবাহনে করেন অগ্নিসংযোগ।

এদিকে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও পরাজয়ের গ্লানিতে ভাঙচুর-অগ্নিসংযোগ করেছেন মরক্কোর অভিবাসীরা। অবশ্য, পরিস্থিতির জন্য আগেই প্রস্তুত ছিল বেলজিয়াম সরকার। টিয়ার গ্যাস ছোড়ার পাশাপাশি চালায় ব্যাপক ধরপাকড়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply