আদালত অবমাননা মামলায় ২ বছর ৭ মাসের কারাদণ্ড ইস্তাম্বুল মেয়রের

|

ইস্তাম্বুল শহরের মেয়র ইকরাম ইমামোগলুকে ২ বছর ৭ মাসের কারাদণ্ড দিলেন আদালত। আরোপ করা হয়েছে রাজনৈতিক নিষেধাজ্ঞাও। খবর আল জাজিরার।

মেয়রের তার বিরুদ্ধে তুরস্কের সুপ্রিম ইলেক্টোরাল কাউন্সিলকে অবমাননার অভিযোগ আনা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) আদালতে প্রমাণিত হয় মেয়রের অপরাধ। রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে পদচ্যুত হতে পারেন তিনি।

দেশটির প্রধান বিরোধী ‘পিপলস রিপাবলিকান পার্টি- CHP’র এই রাজনীতিক জনগণের মাঝে বেশ জনপ্রিয়। তবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে রয়েছে বিবাদ। অনেকেই বলছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে একরামের প্রার্থিতা হওয়া ঠেকাতেই নেয়া হলো এ উদ্যোগ। ২০২৩ সালের জুন মাসে দেশটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply