বিজয় দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে জমজমাট ফুলের বাজার

|

ঝিনাইদহ প্রতিনিধি:

৫১তম মহান বিজয় দিবস কাল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাই এদিন ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধ। গোটা দেশ জুড়েই বীরদের প্রতি ভালোবাসা জানাবে মানুষ। আর তাই দিনটি উপলক্ষ্যে ফুলের চাহিদাও ব্যাপক। এই চাহিদা মেটাতে ঝিনাইদহ পরিণত হয়েছে এক ফুলের রাজ্যে। বছরের শেষ সময়ে এসে বড় লাভ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন ফুল চাষিরা।

এরই মধ্যে চাঙ্গা হয়ে উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্নাবাজারের ব্যবসা। প্রতিটি গাঁদা ফুলের থোকা বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। এসব ফুল সরবরাহ করা হবে দেশজুড়ে। গাঁদার পাশাপাশি জেলার বিভিন্ন গ্রামের জমিতে শোভা পাচ্ছে চন্দ্রমল্লিকা, গোলাপসহ রঙ-বেরঙের ফুলের সমারোহ। শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত বাগানিরা। দেশ জুড়ে ফুুলের চাহিদা থাকায় ভালো লাভের আশা করছেন ব্যবসায়ীরা।

ঝিনাইদহ জেলা ফুল চাষী সমিতির সভাপতি জামির হোসেন বলেন, এ বছর ফুলের বাজার বেশ ভালো। দামও ভালো পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে, ফলন ভালো পেতে কৃষকদের প্রশিক্ষণসহ প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সকল চাষিদের কৃষি লোন ব্যাপারেও আশ্বাস দেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply