রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৬৫ যুদ্ধবন্দি বিনিময়

|

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরও একটি বন্দি বিনিময় হয়েছে। এই দফায় ইউক্রেনের ৬৪ জন ও যুক্তরাষ্ট্রের এক নাগরিককে মুক্তি দিয়েছে মস্কো। খবর বার্তা সংস্থা এপির।

বুধবার (১৪ ডিসেম্বর) ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৬৪ জন সেনা সদস্য। ছাড়া পাওয়া মার্কিন নাগরিক আন্দ্রে ইয়ারমাক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পেন্টাগন মুখপাত্র জন কিরবি তথ্যটি নিশ্চিত করলেও নিরাপত্তার খাতিরে তার নাম-পরিচয় জানাননি।

গেল দু’মাসে কয়েকদফা রাশিয়া-ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় হচ্ছে। সম্প্রতি রাজধানী কিয়েভ এবং চারপাশে বেড়েছে রুশবহরের মিসাইল ও ড্রোন হামলা। চলতি সপ্তাহেই ক্রিসমাস সামনে রেখে ফ্রন্টলাইন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। যা স্পষ্টভাবে নাকচ করেছে ক্রেমলিন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply