সেমিফাইনালে মরক্কোর রুপকথার ইতি ঘটিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে এখন গ্রিজমান-জিরুরা। তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফাইনালের মহারণের আগে মেসিকে বিশ্বসেরা মানছেন ফ্রান্সের তারকা খেলোয়াড় গ্রিজমান। তিনি বলেন, মেসির মতো বিশ্বসেরার বিপক্ষে ফাইনাল খেলা খুব কঠিন।
কাতার বিশ্বকাপটা শুধু মেসিময়। আর্জেন্টাইন জাদুকর তার বা পায়ের ঝলকে প্রতিপক্ষের রক্ষণভাগকে তাসের ঘড়ের মতো উড়িয়ে দিচ্ছে। টানা ৩ ম্যাচে করেছেন গোল, সেই সাথে গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের সাথে সমান সংখ্যক ৫ গোল নিয়ে লড়ে যাচ্ছেন এলএমটেন।
কাতার বিশ্বকাপে লিওনেল মেসি করে যাচ্ছেন একের পর এক বিশ্বরেকর্ড। বিশ্বকাপে আর্জেন্টাইন জার্সিতে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ এসিস্টের মালিক এখন এই জাদুকর। গোল্ডেন বলের লড়াইয়ে সবার উপরে রয়েছেন তিনি। মেসির অতিমানবীয় পারফরমেন্সের জন্যই বিশ্বসেরা বলে আখ্যায়িত করেছেন বার্সেলোনার সাবেক সতীর্থ্য খেলয়াড় গ্রিজমান।
মরক্কোর বিপক্ষে ম্যাচসেরার পুরষ্কার নিতে এসে গ্রিজমান বলেন, মেসির মতো বিশ্বসেরার বিপক্ষে খেলতে নামাটা অনেক কঠিন। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে আমরা সবগুলো ম্যাচ দেখেছি, আমরা জানি তারা কীভাবে খেলে, ২০১৮ সালের থেকে বর্তমান আর্জেন্টাইন দলটা প্রতিপক্ষ হিসেবে অনেক কঠিন।
গ্রিজমান আরও বলেন, তারা শীর্ষ ফর্মে রয়েছে বলে আমার মনে হচ্ছে, কেবল মেসিই নয়, তার সতীর্থ্যরাও অনেক শক্তিশালী। আমরা জানি এটি একটি কঠিন খেলা হতে চলেছে এবং তারা ফাইনাল ম্যাচে সমর্থন বেশি পাবে। তাদের দর্শকরাও আমাদের আরেক প্রতিপক্ষ। আমরা আগামীকাল থেকেই অনুশীলনে ফিরবো এবং আর্জেন্টিনাকে হারাতে আমরা নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবো।
আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে নিজেদের শিরোপা ধরে রাখার ম্যাচে মাইটি আর্জেন্টিনার মুখোমুখি হবে লাঁ ব্লুজরা।
/আরআইএম
Leave a reply