সারাদেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

|

সারাদেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়। প্রথমে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। পরে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানান জাতির সূর্যসন্তানদের প্রতি। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা।

চট্টগ্রামে মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী শহীদ মিনারে ভোরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এরপর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। পরে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। পরে সিটি মেয়র, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। জাতির শ্রেষ্ঠা সন্তানদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে স্মৃতির মিনারে আসছেন নানা-শ্রেণি পেশার মানুষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য গোলাম সাব্বির সাত্তারসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় ফুলেল শ্রদ্ধা।

বরিশাল নগরীতে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ভোরে ফুল দিয়ে দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ভরে উঠেছে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ।

এদিকে, বিজয় দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply