পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে মাদক মামলার আসামি আছিয়া বেগমকে জেলা কারাগারে নেয়ারপথে পুলিশ লাইনের পাশ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় স্বামী মামুন খলিফার নেতৃত্বে একদল সন্ত্রাসী। এসময় জামাল হোসেন নামের এক কনস্টেবলকে কুপিয়ে গুরুতর জখম করে তারা।
আশঙ্কাজনক অবস্থায় জামালকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে তাৎক্ষণিকভাবে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে জুম্মন নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গতকাল রাতে কলাপাড়ার মহিপুর এলাকা থেকে দুই হাজার পিচ ইয়াবাসহ আছিয়া বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই কলাপাড়া থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
আজ সকালে আছিয়াকে কলাপাড়া আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে কলাপাড়া আদালতের পুলিশ আছিয়াকে নিয়ে পটুয়াখালী কারাগারের উদ্দেশ্যে রওনা হয়।
সদর থানার ওসি মোস্তাফিজ জানান, জেলা কারাগার থেকে খানিক দূরে পটুয়াখালী পুলিশ লাইনের পাশে পৌঁছালে আছিয়ার স্বামী মামুন খলিফার নেতৃত্বে তিন চারজনের একদল সশস্ত্র সন্ত্রাসী আছিয়াকে বহনকারী ইজিবাইকের গতিরোধ করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় কলাপাড়া আদালত পুলিশের কনস্টেবল জামালকে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। তার চিৎকারে পুলিশ লাইনের অন্যান্য সদস্যরা ছুটে এসে জুম্মান নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে সদর থানায় সোপার্দ করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a reply