ফাইনাল ম্যাচের রেফারি চূড়ান্ত

|

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক। দুই পোলিশ পাভেল সকোলনিৎসকি ও তমাস লিসকিয়েভিচ ফাইনালে থাকবেন মার্চিনিয়াকের সহকারী হিসেবে।

২০১১ সালে ফিফার রেফারির তালিকাভুক্ত হন মার্চিনিয়াক। ২০১৫ ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রধান রেফারির দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৬ ইউরো আর রাশিয়া বিশ্বকাপেও পালন করেছেন দায়িত্ব।

উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের লড়াইয়ে বাঁশি ছিল তার হাতে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ আগেও পরিচালনা করেছেন মার্চিনিয়াক। গত ২৬ নভেম্বর গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ ও ৩ ডিসেম্বর শেষ ষোলোয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply