ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কাস্তিলোর কারাবাসের সময়সীমা বাড়লো, প্রতিবাদে উত্তাল পেরু

|

পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর আটকাদেশের মেয়াদ ১৮ মাস বৃদ্ধি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জুডিশিয়াল প্যানেল এ নির্দেশনা দেন। এ ঘোষণার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশজুড়ে। খবর আল জাজিরার।

এর আগে, চলতি মাসেই বামপন্থী এ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। যার ভিত্তিতে একসপ্তাহ কারাগারে আটক রাখার নির্দেশ দেয়া হয়। এবার অভিযোগের নথিপত্র সংগ্রহে বৃদ্ধি করা হলো কারাবাসের সময়সীমা।

এ ঘোষণায় নতুনভাবে পেরুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিক্ষোভে নেমেছেন কাস্তিলোর পরিবারও। তার মুক্তির দাবিতে পার্লামেন্ট-কারাগারের সামনে চলছে ধর্মঘট।

গত কয়েকদিনের সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে, বৃহস্পতিবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগামী এক মাস কার্যকর থাকবে বিধিনিষেধ। আইনশৃঙ্খলা ফেরাতে কারফিউও জারি করা হতে পারে। গত বুধবার অভিশংসনের মাধ্যমে পেদ্রো কাস্তিলো ক্ষমতা হারান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply