ঝিনাইদহে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কলেজ কর্মচারী

|

ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনা থেকে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন আরিফুর রহমান নামের এক কলেজ কর্মচারী। নিহত আরিফ স্থানীয় জিয়াউর রহমান ডিগ্রী কলেজের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুর রহমান তার কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা পারাপারকালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে আরিফের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে নেয়ার পরামর্শ দেন। যশোরে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ বাদী না হওয়ায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply