খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

|

নিহত মো. আবদুল আওয়াল মিরাজ (৩৭)।

স্টাফ করেসপনডেন্ট:

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় শ্বশুরবাড়ি যাবার পথে সড়ক দুর্ঘটনায় মো. আবদুল আওয়াল মিরাজ (৩৭) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী এলাকায় গাছবাহি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটর সাইকেল নিয়ে মধ্যবেতছড়ি এলাকায় পৌছালে দুর্ঘটনার শিকার হন মিরাজ। এর কিছুক্ষণ পর স্থানীয়রা উদ্ধার করে প্রথমে একটি ফার্মেসিতে নিয়ে যান তাকে। সেখান থেকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিরাজকে মৃত ঘোষণা করেন।

দীঘিনালা উপজেলার হাজাধন মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ছিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবদুল আওয়াল মিরাজ আমার চাচাতো বোনের স্বামী। খাগড়াছড়ি থেকে চাচার বাড়িতে আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান মিরাজ।

এদিকে, মিরাজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খাগড়াছড়ি জেলা সদেরর মোল্লা পাড়া এলাকায় নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে সেখানে ছুটে যান স্থানীয় শিক্ষা কর্মকর্তা, মিরাজের সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য বন্ধু ও স্বজন।

প্রসঙ্গত, মো. আবদুল আউয়াল মিরাজ ৩৪তম বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে খাগড়াছড়ি সদর উপজেলাধীন হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (অনার্স), ১ম শ্রেণি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply