নড়াইল প্রতিনিধি:
চালু হলো বহু প্রতীক্ষিত নড়াইলের বড়দিয়া-মহাজন ফেরিঘাট। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৫১ বছরের বিশেষ দিনে সাধারণের চলাচলের জন্য ফেরিঘাটটির উদ্বোধন করেন নড়াইল-০১ আসনের সংসদ সদস্য মো. কবিরুল হক মুক্তি।
ফেরিঘাটটি চালু হওয়ার ফলে অভ্যন্তরীণ যোগাযোগসহ আন্তঃজেলা নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে জেলার পূর্ব উত্তর ও দক্ষিণ পশ্চিমের জেলা খুলনা, বাগেরহাট এবং গোপালগঞ্জের সাথে। সেই সাথে উপকৃত হবে জেলার পূর্বাংশের নড়াগাতি থানাসহ কালিয়া উপজেলার ৭টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।
এর আগে এক বছর আগে এ ঘাটে ফেরি আনা হয়েছে। তবে পন্টুন ও সংযোগ সড়ক প্রস্তুত না থাকায় এবং লোকবল সংকটে কারণে এতদিন এই ঘাটে ফেরি চালু হয়নি। মধুমতি সেতু চালু হওয়ায় সেখানকার লোকবল দিয়ে এ দুটি ফেরি চালু করা হলো। মহাজন ও বড়দিয়া এক সময় নৌবন্দর ছিল। এখানে আছে নৌ পুলিশ ফাঁড়ি। ফেরি চালু হওয়ায় এই এলাকার মানুষের সাতায়াত সংকট লাঘব বলে মনে করেন এলাকাবাসী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
এটিএম/
Leave a reply