চুয়াডাঙ্গায় হাত বদলেই দাম বদল শীতের সবজির। পরিবহন খরচ বৃদ্ধিসহ নানা অজুহাত ব্যবসায়ীদের। তবে লাভ উঠছে না চাষিদের। অথচ এই মৌসুমকে টার্গেট করে এই অঞ্চল থেকে কোটি কোটি টাকার সবজি রফতানি হয় দেশের নানা প্রান্তে।
ভোরের আলো ফুটতেই মাঠ থেকে সবজি তোলার ব্যস্ততা থাকে চুয়াডাঙ্গায় চাষিদের। বেলা বাড়ার সাথে সাথে সবজি যাচ্ছে দেশের নানা প্রান্তে। উঠছে হাট-বাজারে।
টানা পরিশ্রম ও উৎপাদন খরচকে সঙ্গী করে লাভের আশায় শীতকালীন সবজি চাষাবাদে নামেন প্রান্তিক চাষীরা। কিন্তু ফলন ওঠার পর ভেঙে যায় সে আশা। মাঠ থেকে হাটে উঠলে চোখের পলকেই বদলে যায় সবজির দাম।
হাটে তোলার পর ব্যাপারীদের দামদর আর হাঁকডাকে বদলে চিত্র। পরিবহনসহ অন্যান্য খরচের অজুহাতে দেখানো হয় দামের বিশাল পার্থক্য।
কৃষি অফিস বলছে, চুয়াডাঙ্গার সবজিতে বিশেষ খ্যাতি থাকায় চাহিদা অনেক বেশি। তাই চাষাবাদও হয় প্রচুর। শীত মৌসুম জুড়ে প্রতিদিন কোটি কোটি টাকার সবজি পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। তবে দামের এই ফারাক ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারি নজরদারির দাবি কৃষকদের।
এটিএম/
Leave a reply