রূপপুর বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে বাংলাদেশে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী

|

বাংলাদেশ সফরে এসেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ। শুক্রবার রাত ১১টার দিকে একটি বিশেষ বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শনিবার সকালে রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে ওই কেন্দ্রের দ্বিতীয় ফেজের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর রূপপুরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। সেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply