সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জৌর প্রদেশে বিমান হামলায় বেসামরিক নাগরিক ও আইএস জঙ্গিসহ প্রাণ গেছে অন্তত ৫৪ জনের।
শুক্রবার (১৩ জুলাই) ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইরাক সীমান্তের কাছে আল-সুসা গ্রামে এ হামলায় হতাহতের খবর। তবে বিমান হামলা কারা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংস্থাটি।
ধারণা করা হচ্ছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের কোনো বিমান কিংবা প্রতিবেশি ইরাকও এ হামলা চালিয়ে থাকতে পারে।
সম্প্রতি সিরিয়ার পূর্বাঞ্চলে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইরাকি সেনাবাহিনী।
অন্যদিকে, আইএস বিরোধী অভিযানে অংশ নেয়া ওয়াইপিজি কুর্দি যোদ্ধাদের সমর্থনে প্রায়ই হামলা চালায় মার্কিন জোটও।
হামলার জন্য অবশ্য মার্কিন বাহিনীকেই দায়ী করেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা- সানা।
Leave a reply