রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নওয়াজ-মরিয়ম

|

ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির কারাগারে স্থানান্তর করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে। লন্ডন থেকে দেশে ফিরেই, অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার রাতে, ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমানে লাহোর বিমানবন্দরে পৌঁছান নওয়াজ ও মরিয়ম। সাথে সাথেই তাদের পাসপোর্ট জব্দ ও গ্রেফতার করেন জাতীয় জবাবদিহি ব্যুরো এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তারা। নিরাপত্তার কারণে চার্টার বিমানে করে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় রাজধানী ইসলামাবাদে। সেখান থেকে নেয়া হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। জানা গেছে, আদিয়ালায় স্বাস্থ্য পরীক্ষার পর সাব-জেল হিসেবে ঘোষিত শিহালা পুলিশ ট্রেনিং কলেজের রেস্ট হাউজে নেয়া হবে মরিয়মকে।

এদিকে, নওয়াজ ও মরিয়মের গ্রেফতারে উত্তপ্ত পুরো পাকিস্তান। পুলিশের সাথে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাহোরসহ বেশ কিছু শহরে বন্ধ রাখা হয়েছে মুঠোফোন ও ইন্টারনেট সেবা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply