বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টুর্নামেন্টের সাড়া জাগানো মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। চলতি আসরে একের পর এক চমক দেখিয়ে সেমিতে ফ্রান্সে কাছে হেরে যায় অ্যাটলাস লায়ন্সরা। অন্যদিকে, আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে যেতে পারেনি ক্রোয়েশিয়া।
কাতারের খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। ফ্রান্সের সাথে হেরে টুর্নামেন্টকে বিদায় বলেছে গতির খেলায় অনেকের হৃদয় জেতা মরক্কো। আর প্রথম সেমিতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়েছে ক্রোয়েশিয়াকে। গ্রুপ পর্বে অবশ্য দুই দলের দেখা হয়েছিল। সেই ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। পরে অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে অ্যাটলাস সিংহরা আর রানার্সআপ হিসেবে রাউন্ড অফ সিক্সটিন খেলে লুকা মদ্রিচের দল।
বিশ্বকাপের আগে এই দুই দল আরও একবার মুখোমুখি হয়েছিল। ১৯৯৬ সালের সেই প্রীতি ম্যাচ প্রথমে ২-২ গোলে ড্র হয়, পরে টাইব্রেকারে ৭-৬ গোলে জেতে ক্রোয়াটরা।
ক্রোয়েশিয়া একাদশ:
ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), স্টানিসিক, জস্কো জিভারদিওল, সুতালো ,ওরসিচ, মারসেলো ব্রোজোভিচ, মাতেও কোভাচিচ, লুকা মদ্রিচ, মায়ের, আন্দ্রেই ক্রামারিচ, লিভাজা।
মরক্কো একাদশ:
বোনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, দারি ,ইয়ামিখ, আত্তিয়াত আল্লাহ, সাবিরি, সোফিয়েন আমরাবাত, খাননৌস, হাকিম জিয়েচ, সোফিয়েন বাউফাল, ইউসেফ এন নেসাইরি।
/আরআইএম
Leave a reply