অন্যান্য বছরের তুলনায় এ বছর সীমান্ত হত্যা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

|

সাংবাদিকদের সাথে মতবিনিময়রত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

লালমনিরহাট প্রতিনিধি:

অন্যান্য বছরের তুলানায় এ বছর সীমান্তে হত্যা কম হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে দুই দেশ। কিছুদিন আগে দিল্লীতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানেও ‘টপ প্রায়োরিটি’ এজেন্ডা ছিল এটি। দুই রাষ্ট্রই চায় সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে। এই প্রচেষ্টা অব্যাহত আছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অঙ্কের হিসেব যদি করেন, তাহলে সীমান্তে মৃত্যু অনেক কমে এসেছে। তবে একটি মৃত্যুও আমাদের কাছে অনেক কিছু। আমরা সেটিও চাই না। আশা করি, এটা সামনের দিনে অব্যাহতভাবে কমতে থাকবে। এ সময় অবৈধভাবে দুই দেশে অনুপ্রবেশ না করতে সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

অন্য এক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একসময় লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল, ভুটান থেকে কয়লাসহ বিভিন্ন পণ্য আসতো। সেটি বন্ধ হয়ে গেছে। যা পুনরায় চালু করতে আলোচনা চলছে। বন্ধ হওয়া পুরোনো যতো যোগাযোগব্যবস্থা ও স্থলবন্দর রয়েছে সবগুলো পুনরায় চালু করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত সরকার আন্তরিক হলে মোগলহাট স্থলবন্দর চালু করা সম্ভব হবে।

এর আগে, বিদ্যালয়টির প্লাটিনাম জুবিলি উপলক্ষে ‘ঐকতান’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে বিকেলে লালমনিরহাট চেম্বার অব কমার্সের আয়োজনে স্থানীয় কালেক্টরেট মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply