আবেগী বার্তায় উপভোগের মন্ত্র ছড়ালেন স্কালোনি

|

ছবি: সংগৃহীত

পুরো বিশ্বকাপে আর্জেন্টাইন খেলোয়াড়দের সর্বস্ব উজাড় করে দেয়ার মানসিকতায় মুগ্ধ ও আবেগতাড়িত আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। লুসাইলের আইকনিক স্টেডিয়ামে স্বপ্নের ফাইনালের আগে শিষ্যদের মুহূর্তটি উপভোগের পরামর্শ দিয়ে বলেছেন, জিততে না পারলেও খেলোয়াড়দের নিজেদের পারফরমেন্স নিয়ে গর্বিত হওয়া উচিত। খবর গোল ডটকমের।

১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে এসেছিল সবশেষ বিশ্বকাপ শিরোপা। এরপর পেরিয়ে গেছে ৩৬ বছর। ফ্রান্সের মতোই তৃতীয় বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয়ার ফুটবল যুদ্ধে মাঠে নামবে মেসি-ডি মারিয়াদের আর্জেন্টিনা। তবে সে জন্য বর্তমান চ্যাম্পিয়নদের সিংহাসন থেকে টেনে নামানোর কঠিন কাজটাও করতে হবে আলবিসেলেস্তেদের।

তবে ফলাফলের কথা আপাতত না ভেবে নিজেদের নিয়ে গর্বিত ভাবার জন্য খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, আমি এরই মধ্যে খেলোয়াড়দের ব্যাপারে আবেগাক্রান্ত হয়ে পড়ছি। কারণ, তারা তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আশা করছি, কাল শিরোপা জিততে পারবো। আর সেটা যদি নাও হয়, তবু খেলোয়াড়দের উচিত নিজেদের নিয়ে গর্ববোধ করা। কারণ সত্যি কথাটা হচ্ছে, এই সময়টা একান্তই উপভোগের।

আরও পড়ুন: দুই ক্যাম্পের খবর: ফাইনালে ফিরতে পারেন ডি মারিয়া, রাবিও

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply