ভুল তথ্য ছড়ানোর অভিযোগে মলদোভাতে ৬ টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল

|

রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে মলদোভাতে ৬টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার লাইসেন্স বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরও অভিযোগ রয়েছে, ভুল কভারেজ এবং “জনমতকে হেরফের করার চেষ্টার”। খবর আল জাজিরার।

শুক্রবার (১৭ ডিসেম্বর) মলদোভার কমিশন লাইসেন্স বাতিলের এ সিদ্ধান্ত জানায়। বাতিল হওয়া টিভি চ্যানেলগুলো হলো, ফার্স্ট ইন মলদোভা, আরটিআর মলদোভা, অ্যাকসেন্ট টিভি, এনটিভি মলদোভা, টিভি সিক্স এবং ওরহেই টিভি।

কর্তৃপক্ষ প্রথমে দেশটির জাতীয় ইভেন্টগুলির কভারেজে ত্রুটি পায়। এরপর তারা রুশ-ইউক্রেন যুদ্ধের কাভারাজেও ভুল ও বিভ্রান্তির তথ্য পায়।

এদিকে মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডু এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply