ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল টোল আদায়। এতে সেতুর দু্ই প্রান্তে কয়েক কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।
সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার (১৮ ডিসেম্বর) রাত থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। তাতে সেতুর দুই প্রান্তে যানজট ছড়িয়ে পড়লে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় টোল আদায়। ইতোম্যধ্যে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।
এদিকে, ঘন কুয়াশার কারণে বেশ কয়েক ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটেও ফেরি চলাচল বন্ধ ছিল।
/এমএন
Leave a reply