ভারতে বিষাক্ত চোলাই মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৭০

|

ছবি: প্রতীকী

ভারতের বিহার রাজ্যে বিষাক্ত চোলাই মদপানে মৃতের সংখ্যা বেড়েই চলছে। শনিবার নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০ জনে। খবর সংবাদ প্রতিদিনের।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর মিছিল আরও বাড়ার শঙ্কা রয়েছে। এই অবস্থায় তোপের মুখে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এর আগে, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিহারের চাপড়া জেলায় বিষাক্ত চোলাই মদপানে ৩১ জনের মৃত্যু হয়, গুরুতর অসুস্থ অবস্থায় আরও অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থরা সবাই দৃষ্টিশক্তি হারিয়েছেন। গত মঙ্গলবার থেকেই মদপানের ফলে অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল।

উল্লেখ্য, বিহারে ২০১৬ সাল থেকে চোলাই মদ উৎপাদন, বিক্রি এবং সেটি পান করা কঠোরভাবে নিষিদ্ধ। তবুও মদপান কিছুতেই নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না এই অঞ্চলে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply