গোল সংখ্যা সমান হলে যে নিয়মে দেয়া হবে গোল্ডেন বুট

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর্দা নামতে যাচ্ছে আজ। ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনালের মাধ্যমে শেষ হবে বিশ্বকাপ। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয় গোল্ডেন বুট। এবারের আসরে সেই দৌড়ে সবার আছেন আর্জেন্টাইন লিওনেল মেসি ও ফ্রান্সের এমবাপ্পে। দু’জনের গোলের সংখ্যা ৫টি করে।

দু’জনের গোলের সংখ্যা যদি সমানই থেকে যায় তাহলে কে পাবেন গোল্ডেন বুট, ফাইনাল ম্যাচ সামনে রেখে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

একাধিক খেলোয়াড়ের গোল সমান হলে দেখা হবে পেনাল্টিতে কার কত গোল, তারপর দেখা হবে কে কত মিনিট খেলেছেন। যিনি কম সময় মাঠে থেকেছেন তিনিই পাবেন ‘গোল্ডেন বুট’। এবারের বিশ্বকাপে ‘সোনার জুতো’ জয়ের লড়াইয়ে রয়েছেন চারজন। তারা হলেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, অলিভিয়ের জিরু ও জুলিয়ান আলভারেজ।

এখন পর্যন্ত গোলসংখ্যায় এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। দুজনেরই গোলসংখ্যা পাঁচটি করে। তবে অ্যাসিস্টে এগিয়ে আছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের অ্যাসিস্ট তিনটি আর এমবাপ্পের দুটি। এই বিশ্বকাপে এমবাপ্পে খেলেছেন মোট ৪৭৭ মিনিট, মেসি খেলেছেন ৫৭০ মিনিট।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply