টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে যাওয়া উচিত কিনা সে বিষয়ে এবার জনমত যাচাই করছেন ইলন মাস্ক। নিজের অ্যাকাউন্টে এক ভোটাভুটির আয়োজন করেন তিনি।
গতকাল রোববার (১৮ ডিসেম্বর) এই ভোটাভুটির আয়োজন করা হয়। টুইটবার্তায় জানানো হয়, ভোটের ফলাফল মেনে নেবেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ১২২ মিলিয়ন ফলোয়ার আছে ইলন মাস্কের। এ পর্যন্ত তার পোলে রায় জানিয়েছেন ১৭ মিলিয়নের বেশি ব্যবহারকারী। যার মধ্যে প্রায় ৫৭ শতাংশ রায় জানিয়েছেন ইলন মাস্কের পদত্যাগের পক্ষে।
নানা নাটকীয়তার পর গেলো অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটারের মালিকানা কেনেন এই ধনকুবের। সিইও এর দায়িত্ব নিয়েই একের পর বিতর্কিত সিদ্ধান্তের জেরে সমালোচনার মুখোমুখি হন। শত শত কর্মী ছাঁটাই, ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য অর্থ দেয়ার বিধি এবং সবশেষ মাস্ক ও তার প্রতিষ্ঠানের সমালোচনাকারী নাম করা কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে জন্ম দেন বিতর্ক।
/এমএন
Leave a reply