বিশ্বযুদ্ধে গড়াতে পারে রুশ-ইউক্রেন সংঘাত, এমন শঙ্কা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। লন্ডনভিত্তিক সাময়িকী স্পেক্টেটরে তিনি জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনই আলোচনায় বসা উচিত। দেরি হলে পরিস্থিতি আরেকটি বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে।
এর পাশাপাশি রাশিয়ার ওপর চাপ প্রয়োগ হিতে বিপরীত পরিস্থিতি সৃষ্টি করতে পারে উল্লেখ করেন হেনরি কিসিঞ্জার। এমনকি রাশিয়াকে ভাঙার প্রচেষ্টা পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও জানান।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে কৌশলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বৈরিতা কমিয়েছিল, তার অন্যতম কারিগর ছিলেন তিনি।
/এমএন
Leave a reply