শূন্য ৫ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি

|

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য পাঁচ আসনের উপনির্বাচনে সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। বাজেট স্বল্পতায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, হঠাৎ করে বিএনপির এমপিরা পদত্যাগ করবেন এটা কমিশনের মাথায় ছিল না। তাছাড়া সিসি ক্যামেরা ব্যবহারই সুষ্ঠু সমাধান নয়। অনেক নির্বাচনে সিসি ক্যামেরা ছিল না। তবুও কোনো অঘটন ঘটেনি। ফলে এ উপনির্বাচনে সিসি ক্যামেরা লাগবে না।

এই পাঁচ আসনের উপনির্বাচনে তীব্র প্রতিযোগিতা হবে বলেও আশা প্রকাশ করেন এই নির্বাচন কমিশনার। আরও জানান, ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপির ব্যাপারে আদালত যে আদেশ দিয়েছে, সেটা হাতে পাওয়ার পরই কমিশন সিদ্ধান্ত নেবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply