মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে হেরে যাওয়ায় গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৯ নভেম্বর) দুপুরে ‘হোসেন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ’র ব্যানারে এসব কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রামবাসী জানান, গত ২ নভেম্বর হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী মাহাবুব মিয়া। নির্বাচন কেন্দ্র করে বিজয়ীপ্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের সাথে কোন্দল চলছিলো মাহাবুব সমর্থকদের। সেই সূত্র ধরে রোববার (১৮ ডিসেম্বর) হোসেন্দী ও আশ্রাব্দী গ্রামে হামলা চালায় মাহাবুব পক্ষের শতাধিক লোকজন। এ সময় গ্রাম দু’টির প্রায় ২০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, হামলার বিষয়টি পুলিশকে অবহিত করা হলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া, হামলার পর থেকে ভীতসন্ত্রস্ত হয়ে এলাকা ছাড়া রয়েছেন বহু নারী-পুরুষ। এ অবস্থা থেকে পরিত্রাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জড়িতদের বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। পরে একই দাবিতে স্থানীয় সড়কে মানববন্ধন করেন কয়েক শতাধিক নারী-পুরুষ।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত মাহাবুব মিয়া বলেন, পূর্বে আমার উপর হামলা হয়েছিল।
গজারিয়া থানার ওসি মোল্লা শোয়েব জানান, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সত্য নয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এএআর/
Leave a reply