লালমনিরহাটে ইউপি’র উপনির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

|

লালমনিরহাট প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্নায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্ষমতাসীন দলের নৌকা মার্কার প্রার্থী নূরুল আমিন ও আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আরিফুল ইসলাম আরিফসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, সিন্দুর্না ইউনিয়নের পূর্ব সিন্দুর্না গ্রামের রাসেল (২৮), ফেরদৌস (৩২), রুবেল (৩২), বিষু (২৮), আফিয়ার রহমান (৪১), সহিদার (৩২), জিতেন (৩৫), শহিদুল ইসলাম (৩৮), মিজানুর রহমান (২৭), তায়েবুর রফিক (৩২), নজরুল ইসলাম (৩০), কালাম (৩২), আরিফুল ইসলাম আরফিসহ (৩৪) অনেকে।

গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি ৫নং ওয়ার্ড এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই চেয়ারম্যান প্রার্থীসহ উভয় পক্ষের ৩০ জন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যান্যরা চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। এদের মধ্যে গুরুতর আহত শহিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই হাতীবান্ধা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গতকাল রোববার রাতে উত্তর হলদিবাড়ি এলাকায় দু’পক্ষ নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি রোগীরা সবাই সুস্থ আছেন। তাদের চিকিৎসা সেবা চলছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে উপজেলা ও পুলিশ প্রশাসন কাজ করছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। দু’পক্ষের অভিযোগের তদন্ত হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ সেপ্টেম্বর সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খতিব উদ্দিন মারা যান। তিনি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। সেই শূন্য পদে আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে তিনজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply