ইউক্রেনর রাজধানী কিয়েভে আবারও হামলা জোরদার করেছে রুশ বাহিনী। সোমবার ইউক্রেনের রাজধানীসহ আশেপাশের এলাকাগুলোয় শতাধিক ড্রোন মিসাইল হামলা চালায় রাশিয়া। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, হামলা শুরুর পরপরই জারি করা হয় সতর্কতা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। ধ্বংস করা হয় অন্তত ৩০টি ড্রোন।
হামলার পর কিয়েভের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা জানিয়েছেন, মূলত বেসামরিক স্থাপনাই ছিল এসব হামলার মূল লক্ষ্য। বিস্ফোরণের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি ভবন। আহত হয়েছেন ইউক্রেনীয় বাহিনীর ৩ কর্মকর্তা। এক সপ্তাহের মধ্যে এটি ছিল কিয়েভে রুশ বাহিনীর তৃতীয় হামলা।
এর আগে সাধারণ জ্বালানি ব্যবহৃত হওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোয় হামলা চালিয়েছিল রুশ বাহিনী। তবে এবার রুশ বাহিনী আরও আগ্রাসী হয়েছে। ইউক্রেনের আণবিক শক্তি সংস্থা অভিযোগ করেছে, দেশটির মিকোলাইভ অঞ্চলে সাউথ ইউক্রেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলার জন্য ড্রোন পাঠিয়েছিল রুশ বাহিনী। একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছে তারা।
ইউএইচ/
Leave a reply