এখনও স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার পরিস্থিতি। পুরোনো দরেই বেচাকেনা হচ্ছে বোতলজাত সয়াবিন ও পাম তেল।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, গেলো রোববার থেকে খুচরা পর্যায়ে লিটার প্রতি সয়াবিন তেল ৫ টাকা কমে ১৮৭ টাকা দরে এবং পাম তেল ৪ টাকা কমে ১১৭ টাকা দরে বিক্রি হওয়ার কথা। কিন্তু পুরোনা দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।
দোকানদাররা জানিয়েছেন, নতুন দরে সয়াবিন ও পাম তেল এখনও সরবরাহ করা হয়নি। এজন্য বোতলের গায়ে লেখা পুরানো দরেই বিক্রি করছেন তারা। নিত্য পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনা করে গেলো ১৩ ডিসেম্বর সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। গেলো ১৫ ডিসেম্বর দর কমার আনুষ্ঠানিক ঘোষণা আসে।
/এমএন
Leave a reply