নিরাপত্তা বাহিনীকে দেশ থেকে বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের খুঁজে বের করে নির্মূল করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।
সোমবার দেশটির নিরাপত্তা সেবা দিবসে এ নির্দেশ দেন তিনি। এছাড়া সীমান্তে নিরাপত্তা জোরদারের কথাও বলেন রুশ প্রেসিডেন্ট। এর আগে, ঘনিষ্ঠ মিত্র বেলারুশ সফরে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন পুতিন। অঞ্চলটিতে একক প্রতিরক্ষা বলয় গঠনের বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
এছাড়া, দুই নেতার আলোচনায় ছিল, বেলারুশ সেনাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আধুনিক বিমান পরিচালনার প্রশিক্ষণ দেয়ার বিষয়টিও।
/এমএন
Leave a reply