কোয়ার্টারে হেরেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল; দুইয়ে আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জিতেও ফিফা র‍্যাঙ্কিংয়ে এখনও ব্রাজিলের পেছনে রয়েছে আর্জেন্টিনা। ফিফার সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েও নিজেদের প্রথমস্থান অক্ষত রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অপরদিকে, শিরোপাজয়ী আর্জেন্টিনার অবস্থান দুইয়ে। রানার্সআপ ফ্রান্স রয়েছে ৩ নম্বরে এবং গ্রুপ পর্বে বাদ পড়ে ২ ধাপ নিচে ৪ এ অবস্থান করছে বেলজিয়াম।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে সেলেসাওরা। অপরদিকে, বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে নির্ধারিত সময়ের মাঝে হারাতে পারলে শীর্ষে আসতে পারতো আলবিসেলেস্তারা।

কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স আছে তিনে উঠে এসেছে। সোনালি প্রজন্মের বেলজিয়ামের অবস্থান ৪ এ। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের অবস্থান যথাক্রমে পাঁচ ও ছয়ে। ক্রোয়েশিয়ার অবস্থান ৭ এ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply