‘৪১ সালের মধ্যে আমরা উন্নত, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ নির্মাণ করবো: শিক্ষামন্ত্রী

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

২০৪১ সালের মধ্যে আমরা উন্নত, সমৃদ্ধ, সুখী ও শান্তিময় বাংলাদেশ নির্মাণ করবো। সেখানে আমাদের সমাজ, অর্থনীতিসহ সবকিছুই স্মার্ট হবে। ডিজিটাল বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত নাটোরের আলাইপুরে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, যখন বাংলাদেশ একটি উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, তখন একাত্তরের পরাজিত অপশক্তি, একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি, ২১শে আগস্টের খুনি এবং ২০১৩ ও ১৪ সালের অগ্নি সন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তারা গণতন্ত্রেরে জন্য মায়াকান্না করছে। নির্বাচনকে সামনে রেখে তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply