আর্জেন্টিনায় বিজয়োল্লাস পাল্টে গেলো সহিংসতায়। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে ফুটবলপ্রেমীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। খবর রয়টার্সের।
নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়, কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাছাড়া, আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও ১৩ জনকে আটক করা হয়।
রাত ৮টা নাগাদ জনপ্রিয় ওবেলিস্ক মনুমেন্টের কাছে ছড়ায় সহিংসতা। কর্তৃপক্ষের দাবি, স্থাপনাটির উচুঁ জায়গা থেকে ফুটবল ভক্ত-সমর্থকদের নামাতে যায় ফায়ার ব্রিগেডকর্মীরা, তখনই বাঁধে সংঘাত। উদ্ধারকর্মীদের লক্ষ্য করে বোতল-পাথর ছুঁড়ে মারে উল্লাসিত জনতা। আর বাধা দেয় পুলিশী কার্যক্রমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হয় নিরাপত্তা বাহিনী; চালায় ব্যাপক ধরপাকড়।
শহরের অন্যান্য প্রান্তেও ভাঙচুর-অগ্নিসংযোগের খবর মিলেছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল দলকে স্বাগত জানাতে এদিন রাস্তায় নেমেছিলেন ৫০ লাখের মতো মানুষ।
/এমএন
Leave a reply