পাকিস্তানে জিম্মিদশার অবসান, ৩৩ জঙ্গির মৃত্যু

|

পাকিস্তানের বান্নুর জেলায় ৩৩ জঙ্গির মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো থানায় জিম্মিদশা। মঙ্গলবারের (২০ ডিসেম্বর) অভিযানে প্রাণ হারান সেনাবাহিনীর বিশেষ ফোর্সের দুই সদস্যও। খবর রয়টার্সের।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন। বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল বান্নুর কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট। সেখানে সামরিক-বেসামরিক পাকিস্তানিদের জিম্মি করে তারা। বেলা ১২টা নাগাদ অভিযান শুরু করে স্পেশাল ফোর্স। দুপুর আড়াইটা নাগাদ এলাকাটি জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়।

একইসাথে জানানো হয়, অভিযানে সব অস্ত্রধারীরা প্রাণ হারিয়েছে। তবে, পাল্টা গোলাগুলিতে ১০-১৫ জন কমান্ডোও আহত হয়েছেন। জিম্মি দশা থেকে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মূলত নিরাপদে আফগানিস্তানে চলে যাওয়ার সুযোগ তৈরি করে দিতেই এ জিম্মি নাটক সাজায় টিটিপি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply