১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে বড় বড় প্রকল্পগুলোও আওয়ামী লীগ নিয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেশের ৫০ জেলার দুই হাজার কিলোমিটারের ১০০ মহাসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, এই শত মহাসড়কের নির্মাণের ফলে মানুষের যোগাযোগ আরও সহজ হবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। জ্ঞানে ও দক্ষতায় প্রতিটি মানুষকে তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা আরও বলেন, সরকারকে শুনতে হয় আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে। তাহলে এই ১০০টি সড়ক একইদিনে এর আগে কেউ কি উদ্বোধন করেছে বলে প্রশ্ন রাখেন তিনি।

সরকার প্রধান বলেন, পূর্বে ২৯ বছর যারা ক্ষমতায় ছিলে, তারা দেশের জন্য কী করেছে, আর আওয়ামী লীগ কী করেছে সেটা দেশবাসী বিবেচনা করবেন। বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে প্রতিটি ক্ষেত্রে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তোলা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply